Fiverr Special Bangla Video Learning Course

 

কোর্সের বিবরণঃ

ফাইভারে কাজ করতে হলে প্রথমত আপনাকে তাদের নিয়মগুলো সঠিক ভাবে মেনে চলতে হবে। যদি আপনি তাদের নিয়মের মধ্যে না থাকেন তাহলে ফাইভার আপনাকে সাথে সাথেই ব্লক করে দিবে। ফাইভারে সেলারদের ক্ষেত্রে তিনটি লেভেল আছে। লেভেল ১, লেভেল ২ ও লেভেল ৩। এখানে লেভেল ১ এবং ২ টপ সেলার। লেভেল ২ হলেই আপনি ফাইভার থেকে অনেক কাজ পাবেন।আপনি যখন একটি গিগ তৈরি করবেন, তখন অবশ্যই অনেক রিসার্চ করে গিগ টাইটেলটা দিবেন। কারণ টাইটেলই আপনার গিগের মূল পরিচয়। তার পরে গিগের সাথে মিল রেখে ডেসক্রিপশন ও ট্যাগ দিয়ে দিন। আপনার গিগ রেডি হয়ে গেলে গিগ পাবলিশ করার সময় ভেকেশন মোড অন করবেননা। কারণ, এটি আপনার গিগকে পেছনে নিয়ে যাবে। ফলে আপনার কাজ পাওয়ার সম্ভবনা অনেকটা কমে যাবে।

এই কোর্স শেষ করে আপনি যে কাজ গুলো করতে পারবেনঃ

  • ফাইভার মার্কেটপ্লেসে আপনার গ্রাফিক ডিজাইনের দক্ষতা খুব সহজেই তুলে ধরতে পারবেন।
  • সঠিক নিয়মে ফাইভার মার্কেটপ্লেসে প্রফেশনাল মানের একাউন্ট তৈরি করতে পারবেন একাউন্টকে ফ্রিল্যান্সিং এর জন্য উপযুক্ত করতে পারবেন।
  • প্রফেশনাল মানের গিগ তৈরি করে সেগুলো উপযুক্ত মুল্যে সেল করতে পারবেন।
  • বায়ারের সাথে সহজেই যোগাযোগ করে অর্ডার নিতে পারবেন এবং সঠিক নিয়মে প্রজেক্ট ডেলিভারি দিতে পারবেন।
  • অনাকাঙ্ক্ষিত ভুলের কারনে একাউন্টের সমস্যা হলে সহজেই সেটা সমাধান করতে পারবেন।
  • মাস্টার কার্ড বা ব্যাংক একাউন্টের মাধ্যমে সহজেই ফাইভার একাউন্টের টাকা উঠাতে পারবেন।
  • আপনার কর্ম দক্ষতা কাজে লাগিয়ে ঘরে বসেই ইনকাম করতে পারবেন।

ফাইভার মার্কেটপ্লেসের কোন রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আপনি এই প্যাকেজ নিয়ে দক্ষতার সাথে ফাইভার মার্কেটপ্লেসে কাজ করে ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে গ্রাফিক ডিজাইনার হতে হবে। এই কোর্সটি আপনাকে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে ফাইভার মার্কেটপ্লেসে কাজ করতে সাহায্য করবে।

  • প্রথমত, অন্যান্য মার্কেটপ্লেসে কাজ শুরু করার জন্য অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে প্রোফাইল ও পোর্টফোলিও সাজানোর প্রক্রিয়াটি তুলনামূলক জটিল ও সময়স্বাপেক্ষ। সেখানে ফাইভারে অ্যাকাউন্ট তৈরি করে মোটামুটি কিছু বেসিক অ্যাকাউন্ট সেটিংস করে নিয়েই কাজ স্টার্ট করা যায়।
  • দ্বিতিয়ত, প্রায় সকল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসেই ক্লায়েন্টরা তাদের নিজেদের কাজের প্রয়োজনীয় সার্ভিসটি প্রজেক্ট আকারে পোস্ট করে থাকেন এবং ফ্রিলান্সাররা কাজটি পাওয়ার জন্য বিড করে থাকেন। সেজন্য এসব মার্কেটপ্লেসে কাজ পাওয়া তুলনামূলক বেশি প্রতিযোগিতাপূর্ণ হয়। অন্যদিকে ফাইভার-এর ক্ষেত্রে প্রফেশনালরা নিজেরাই কোনো বিষয়ে তাদের দক্ষতাকে নির্দিষ্ট মূল্যের ছোট ছোট গিগ আকারে সাজিয়ে ক্লায়েন্টের কাছে উপস্থাপন করেন এবং ক্লায়েন্ট তার প্রয়োজনীয় গিগটি অর্ডার করেন।
  • তৃতীয়ত, অন্যান্য মার্কেটপ্লেসে একটি প্রজেক্ট শেষ হওয়ার পর তার আর কোনো কার্যকারিতা থাকেনা। কিন্তু ফাইভার-এ একটি গিগ একই এবং ভিন্ন ক্লায়েন্টের কাছে একাধিকবার বিক্রি করা যায়। পাশাপাশি এডিশনাল ফিচারস সম্বলিত এসব গিগের এক্সটেন্ডেড গিগ-ভার্সনগুলো ক্লায়েন্টের কাছে অফার করে ফ্রিল্যান্সাররা প্রচুর আপসেলিং করতে পারেন।

এই কোর্সটি ফাইভার মার্কেটপ্লেসে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে আগ্রহীদের জন্য। এজকন দক্ষ গ্রাফিক ডিজাইনার হিসেবে ফাইভারে কাজ করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক ভাবে দেখিয়ে দেয়া আছে।

  • যারা অনলাইনের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য।
  • স্বাভাবিক কাজের পাশাপাশি অতিরিক্ত সময়ে নিজের দক্ষতা কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে চাচ্ছেন তাদের জন্য।
  • যদি আপনি আপনার বর্তমান কর্মজীবন নিয়ে সন্তুষ্ট না থাকেন এবং নিজের স্বাধীনতায় ভাল কিছু করতে চান তাহলে এটি আপনার জন্য।
  • যদি আপনি ই-লার্ন অফ বাংলাদেশের ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন প্রজেক্ট ডিভিডি ডিভিডি প্যাকেজ নিয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য।
  • আপনি যদি গ্রাফিক ডিজাইনের বিভিন্ন সেক্টরে দক্ষ হয়ে থাকেন এবং ফাইভার মার্কেটপ্লেসে আপনার দক্ষতা কাজে লাগিয়ে ইনকাম করতে চান তাহলে এটি আপনার জন্য।

যদি উপরের কোন একটি আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই প্যাকেজটি আপনার জন্য।

যা যা শিখতে পারবেনঃ

  • প্যাকেজটি গ্রাফিক ডিজাইনারদের জন্য স্পেশালি তৈরি করা।
  • ডিজাইনার হিসেবে কিভাবে ফাইভারে দক্ষ ভাবে করতে হয়।
  • অন্যান্য মার্কেটপ্লেসের সাথে ফাইভারের তফাৎ জানবেন।
  • কিভাবে ফাইভারে প্রফেশনাল একাউন্ট তৈরি করতে হয়।
  • কিভাবে ফাইভারে প্রফেশনাল গিগ তৈরি করতে হয়।
  • ব্যাংক একাউন্টের মাধ্যমে কিভাবে পেমেন্ট নিবেন।
  • কিভাবে বায়ার এর কাছে অর্ডার ডেলিভারি দিতে হয়।
  • গিগ মার্কেটিং এর জন্য কি কি পদক্ষেপ গ্রহন করবেন।
যা যা প্রয়োজনঃ
  • গ্রাফিক ডিজাইনের এক বা একাধিক সেক্টরে কাজ করার দক্ষতা।
  • ইন্টারনেট জগত সম্পর্কে বেসিক জ্ঞান।
  • একটি ভাল মানের কম্পিউটার এবং ভাল মানের ইন্টারনেট সংযোগ।
  • ফাইভার মার্কেটপ্লেস সম্পর্কে পূর্ব অভিজ্ঞতার তেমন কোন প্রয়োজন নেই।
  • একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন।
  • অবশ্যই শিক্ষার্থীদের কাজের প্রতি ক্ষুধা থাকা উচিত এবং অনলাইন মার্কেটপ্লেসে অর্থোপার্জন শুরু করার জন্য কর্যকরী পদক্ষেপ নিতে প্রস্তুত থাকা প্রয়োজন।
  • অনলাইন মার্কেটপ্লেসে দক্ষতা এবং প্রতিশ্রুতি অত্যন্ত গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে।
  • কাজ শেখার পূর্ণ ইচ্ছা থাকা বাধ্যতামূলক।

تعليقان (2)

  1. download link?
  2. কোর্স গুলো কিভাবে করবো
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.