Advance Graphic Design Bangla Video Learning Course

 

কোর্সের বিবরণঃ

এই ভিডিও লার্নিং কোর্স থেকে আপনি গ্রাফিক ডিজাইনের ৩০ ধরণের ডিজাইন শিখতে পারবেন। অর্থাৎ গ্রাফিক ডিজাইনের প্রায় সব ধরণের ডিজাইনের কাজ এই ভিডিও লার্নিং কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। এই প্যাকেজে প্রতিটি ডিজাইনের ৫ টির অধিক ডিজাইন দেখানো হয়েছে। এই ভিডিও লার্নিং কোর্সের সকল ভিডিও অনেক এ্যাডভান্স মানের করে তৈরি করা হয়েছে। যেসব ডিজাইন অনলাইন মার্কেটপ্লেসে করিয়ে নেয়া হয় তেমন সব ডিজাইন দিয়ে এই প্যাকেজ সাজানো হয়েছে।

আপনার যদি অনলাইনে কাজের দক্ষতা থাকে তাহলে আউটসোর্সিং এর যেকোন সেক্টরে আপনি খুব সহজেই সফল হতে পারবেন। আউটসোর্সিং এর ভিন্নমাত্রা হচ্ছে অনলাইন সেক্টরে কাজ করা এবং অনলাইনে কাজ পাবার স্বাধীনতা। অনলাইন সেক্টরে আপনি যে স্বাধীনতা পাবেন তা অন্য কোন পেশায় পাবেননা বললেই চলে। মুল পার্থক্য হচ্ছে আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন এখানে পাবেন এবং কাজ সম্পন্ন করার সাথে সাথেই উপযুক্ত পাওনা পেয়ে যাবেন। অন্যান্য পেশায় বিভিন্ন কারনে প্রতিনিয়ত কর্তাদের সঙ্গে কর্মচারীদের মন কাষাকষি লেগেই থাকে। তবে আউটসোর্সিং এর ক্ষেত্রে আপনি কখনো এই ঝামেলায় পরবেন না। এক কথায় আউটসোর্সিং হচ্ছে এমন এক উপযুক্ত কাজ যেটা করে সহজ উপায়ে আয় করার করা সম্ভব। কিন্তু সেখানে আপনার সফল হতে হলে অবশ্যই প্রথমেই আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে। 

আপনি একজন ডিজাইনার, আপনি হয়তো চান আরও ভালো মানের ডিজাইনার হতে। এর জন্য আপনি অনেক পরিশ্রম করছেন। আমরা আপনাকে ডিজাইন স্কিল অর্জনের অদম্য আগ্রহকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি আপনার স্বপ্ন একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার হওয়া। আপনি সেই লক্ষ্যে কাজ ও করে যাচ্ছেন। আপনার এই অগ্রযাত্রাকে সহজ করে দিতে আমাদের এই এ্যাডভান্স প্রজেক্ট ভিডিও লার্নিং কোর্স ।

এই কোর্স শেষ করে আপনি যে কাজ গুলো করতে পারবেনঃ

  • গ্রফিক ডিজাইনের প্রায় সকল সেক্টরে দক্ষতা অর্জন করতে পারবেন।
  • এসব ডিজাইন প্র্যাকটিসের মাধ্যমে আপনি নতুন নতুন ডিজাইন তৈরির আইডিয়া পাবেন।
  • ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করে বিভিন্ন কন্টেস্টে সহজেই জয়লাভ করতে পারবেন।
  • অনলাইন মার্কেটপ্লেসে অন্যান্য ডিজাইনারদের সাথে পাল্লা দিয়ে কাজ নিতে পারবেন।
  • গ্রাফিক ডিজাইনকে আপনার ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে পারবেন।

যা যা শিখতে পারবেনঃ

  • ৩০ ধরনের ডিজাইন শিখতে পারবেন।
  • প্রতিটি ডিজাইনের জন্য ৫-৭ টি করে প্রজেক্ট আছে।
  • লোগো, ব্যানার, বিজনেস কার্ড এই রকম ৩০ ধরনের ডিজাইন
  • গ্রাফিক ডিজাইনের এডভান্স পার্ট শেখানো হয়েছে।
  • একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে চাইলে এটি শিখুন।
  • এই কোর্স করলে গ্রাফিক ডিজাইনের কিছু বাদ থাকবে না।
  • গ্রাফিক ডিজাইনের বস হতে পারবেন এই কোর্স করে।
  • প্রজেক্ট ভিত্তিক ভাবে শেখানো আছে।
যা যা প্রয়োজনঃ
  • একটি ভাল মানের কম্পিউটার।
  • কম্পিউটারের সম্পর্কে বেসিক জ্ঞান।
  • ফটোশপ ও ইলাস্ট্রেটরের টুলস সম্পর্কে বেসিক জ্ঞান।
  • Windows 10 এর সর্বশেষ ভার্সনে আপডেট থাকতে হবে।
  • কম্পিউটারে Photoshop CC2019 এবং Illustrator CC2019 ভার্সনের সফটওয়্যার ইনস্টল থাকতে হবে।
  • সঠিক ভাবে ভিডিও ফলো করে দক্ষ হওয়ার পূর্ণ ইচ্ছা থাকা বাধ্যতামূলক।


Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.