Adobe Illustrator Video Course

 

কোর্সের বিবরণঃ

এই কোর্সটি একদম নতুনদের জন্য। এর জন্য আপনার ইলাস্ট্রেটর বা ডিজাইনের কোনও পূর্ববর্তী জ্ঞানের প্রয়োজন নেই। আমরা একদম শুরুথেকেই শুরু করব এবং ধাপে ধাপে কাজ করব। আপনি যদি কখনো ইলাস্ট্রেটর সফটওয়্যার না ওপেন করে থাকেন বা ওপেন করেছেন কিন্তু কিছু বুঝতে পারছেননা তাহলে আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো ধারাবাহিক ভাবে ফলো করতে থাকুন তাহলে সবকিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। 


  • আপনি কি ইলাস্ট্রেটরে কিভাবে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে হয় তা শিখতে চাচ্ছেন?
  • আপনি কি ইলাস্ট্রেটরে ডিজাইন শিখে নিজেকে একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন?
  • আপনি কি ইলাস্ট্রটরে দক্ষ হয় অনলাইন মার্কেটপ্লেসে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে চাচ্ছেন?
  • আপনি কি অন্যান্য ফ্রিল্যান্সার দের মত ঘরে বসেই নিজের ক্যারিয়ার গড়তে চাচ্ছেন?
যদি উপরের কোন একটি আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই প্যাকেজটি আপনার জন্য। এই কোর্সে আপনি ইলাস্ট্রেটর দিয়ে কাজ শুরু করার বিষয়ে যা যা জানা দরকার তার সবকিছু শিখতে পারবেন। গ্রাফিক ডিজাইনে এবং ইলাস্ট্রেটর পুনর্নিমাণের জন্য ইলাস্ট্রেটর কীভাবে ব্যবহার করবেন তা আপনি শিখতে পারবেন। আপনি এমন সব প্রজেক্ট তৈরি করবেন যা আপনি নিজের কর্মসংস্থানের জন্য পোর্টফোলিওটিতে যুক্ত করতে পারেন।

এই কোর্স শেষ করে আপনি যে কাজ গুলো করতে পারবেনঃ

  • ভেক্টর ব্যবহার করে কিভাবে ইলাস্ট্রেশন করতে হয় তা শিখতে পারবেন।
  • দক্ষতার সাথে ইলাস্ট্রেটর ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন।
  • প্রফেশনালদের মত লাইন, শেপ, কালার ব্যবহার করে আকর্ষনীয় ডিজাইন তৈরি পারবেন।
  • বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো ডিজাইন করতে পারবেন।
  • গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট ব্যবহার করে সহজেই কিভাবে ডিজাইন করা যায় তা শিখতে পারবেন।
  • ডিজাইনে কালার কারেকশন কিভাবে করতে হয় তা জানতে পারবেন।
  • নিজেকে একজন ইলাস্ট্রেটর এক্সপার্ট বলে পরিচয় দিতে পারবেন।
  • ক্যারিয়ার গড়তে ইলাস্ট্রেটরের ডিজাইন স্কিল ব্যবহার করতে পারবেন।
  • অনলাইন মার্কেটপ্লেসে গ্রাফিক ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং করতে পারবেন।
  • প্রফেশনাল মানের ব্যানার, লোগো, টি-শার্ট ডিজাইন করতে পারবেন।
  • নিজের/অন্যান্যদের আইডি কার্ড ডিজাইন করতে পারবেন।
কোন রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আপনি এই প্যাকেজ নিয়ে ইলাস্ট্রেটরের ডিজাইন শিখতে পারবেন পারবেন। আমাদের ডিভিডি প্যাকেজে সফটওয়্যার ইনস্টল থেকে শুরু করে ডিজাইন করা পর্যন্ত সবকিছু ধারাবাহিক ভাবে পাবেন। এই কোর্সটি আপনাকে প্রফেশনাল ভাবে ইলাস্ট্রেটর ব্যবহার করতে সাহায্য করবে। আপনি আপনার CV তে ইলাস্ট্রেটর স্কিল যোগ করতে পারবেন এবং এটার মাধ্যমে ইনকাম করতে পারবেন।

যা যা শিখতে পারবেনঃ

  • ইলাস্ট্রেটরের টুলস সম্পর্কে বিস্তারিত আলোচনা।
  • প্রফেশনাল মানের Logo ডিজাইন পারবেন।
  • ছবি ও Text দিয়ে T-Shirt ডিজাইন করতে পারবেন।
  • Business Card, Banner ডিজাইন পারবেন।
  • ছবি ও Text দিয়ে Flyer ডিজাইন করতে পারবেন।
  • বিভিন্ন ধরনের Icon ডিজাইন করতে পারবেন।
  • Brochure, Flyer ডিজাইন পারবেন।
  • এক কথায় ইলাস্ট্রেটরের বস হয়ে যাবেন।
যা যা প্রয়োজনঃ
  • একটি ভাল মানের কম্পিউটার থাকতে হবে।
  • কম্পিউটারে Illustrator CC2017 ভার্সন বা এরচাইতে আপডেট ভার্সনের একটি সফটওয়্যার প্রয়োজন হবে।
  • ইলাস্ট্রেটর সম্পর্কে কোনরকম পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে কম্পিউটার এর বেসিক কাজ জানা আবশ্যক।
  • কাজ শেখার পূর্ণ ইচ্ছা থাকা বাধ্যতামূলক।

تعليق واحد

  1. when start
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.